পত্নীতলায় ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল , ২০২৫ ১৫:১৫ আপডেট: ১৯ এপ্রিল , ২০২৫ ১৫:১৫ পিএম
পত্নীতলায় ফিলিস্তিনে বর্বরোচিত  হামলার প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
পত্নীতলা শিহাড়া ইউনিয়নের আমান্ত বাজারে ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সকলস্তরের জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে

পত্নীতলা শিহাড়া ইউনিয়নের আমান্ত বাজারে  ফিলিস্তিনে বর্বরোচিত  হামলার প্রতিবাদে সকলস্তরের জনতার  বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার  (১৮এপ্রিল২০২৫ ) বিকাল ৫ টায় পত্নীতলা থানার অন্তর্গত শিহাড়া ইউনিয়নের আমান্ত বাজারে সকলস্তরের জনতার অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও ইসরাইলি পন্য বয়কটের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ  মিছিলে নেতৃত্ব দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল স্তরের মুক্তিকামী তৌহিদী জনতা। মিছিল শেষে  সমাবেশে   বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো: মোজাফফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ,শিহাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ওলামা জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মিনারুল ইসলাম,সরকারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান,মালতিপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম  মাওলানা মোহাম্মদ  মইনুল ইসলাস, শিহাড়া বাজার মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম সহ প্রমুখ। 

উক্ত সমাবেশে বক্তব্যে  অংশগ্রহণকারীরা বলেন ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও,ইসরায়েলি হামলা বন্ধ কর‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।

বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে সাধারণ মানুষ, শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। বক্তারা বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান— যেন তারা দ্রুত এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করেন।

সকলস্থর  জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বক্তারা বক্তব্যে আরো বলেন নির্বিচারের শিশু হত্যা করেছে ইসরাইলি হানাদার বাহিনী। অনতিবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি করে,  তারা পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।

এই বিভাগের আরোও খবর

Logo