পদ্মা সেতুতে একদিনে টোল আদায় প্রায় ৫ কোটি টাকা

আল আমিন প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৪ ০৭:০০ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৪ ০৭:০০ এএম
পদ্মা সেতুতে একদিনে টোল আদায় প্রায় ৫ কোটি টাকা
২৪ ঘন্টায় পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। সোমবার (৮ এপ্রিল) রাত ১২ টা হতে মঙ্গলবার ( ৯ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুর টোল প্লাজায় মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকা। যা পদ্মা সেতু নির্মাণের পরে এক দিনে ২৪ ঘন্টায় আদায় হওয়া সর্বোচ্চ টোল।

২৪ ঘন্টায় পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। সোমবার (৮ এপ্রিল) রাত ১২ টা হতে মঙ্গলবার ( ৯ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুর টোল প্লাজায় মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকা। যা পদ্মা সেতু নির্মাণের পরে এক দিনে ২৪ ঘন্টায় আদায় হওয়া সর্বোচ্চ টোল।

এর আগে গত ২৭ জূন ২০২৩ সালে একদিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা।এর আগে গত ৮ই জুলাই ২০২২ সালে একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ১৯ লক্ষ ৩৯ হাজার ৬ শত ৫০টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

তিনি আরো জানান,বুধবার ৯ এপ্রিল পদ্মা সেতু প্লাজায় মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৩শত ৩০ টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ৩৭ হাজার ৯০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে ১৪ হাজার ৮ শত ৭৪টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লক্ষ ৫৬ হাজার ৮০০ টাকা। পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৪৫ হাজার ২০৪ টি গাড়ি বুধবার পদ্মা সেতু অতিক্রম করে। এতে মোট টোল আদায় হয় ৪ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকা যা একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

২০২২ সালের ২৫ জুন বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু।

এই বিভাগের আরোও খবর

Logo