পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলা উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ সাইফুল ইসলাম

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ৮ এপ্রিল , ২০২৪ ০৭:৪৪ আপডেট: ৮ এপ্রিল , ২০২৪ ০৭:৪৪ এএম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলা উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ সাইফুল ইসলাম
এক মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।পবিত্র ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

এক মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।পবিত্র ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

পূর্বধলা উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন,ঈদ মানেই আনন্দ,ঈদ মানে খুশি আসুন পরিবার সহ আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সব গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং দল, বল, জাতি সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদের আগে আগেই গরিবদের মাঝে আমাদের যাকাত, ফেতরা সঠিকভাবে পৌঁছে দিয়ে তাদের ঈদকেও আনন্দময় করে তুলি। যাদের জন্য যাকাত বা ফিতরা দেওয়া ফরজ নয়; তারাও দান-সদকার হাত প্রসারিত করতে পারি। অত্যন্ত একটি গরিব পরিবার বা একজন অসহায় মানুষের ঈদ আনন্দের দায়িত্ব নিতে পারি আমরা। তবেই না দূর হবে ধনী-গরিবের বৈষম্য ।

সমাজের সর্বত্র ছড়িয়ে পড়বে পবিত্র ঈদুল ফিতরের অপার্থিব আনন্দ। পালিত হবে পবিত্র ঈদ উৎসব।এক মাস সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে শাওয়ালের একফালি চাঁদ ঈদুল ফিতরের বার্তা নিয়ে এসেছে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করার জন্য আমি পূর্বধলা উপজেলা বাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। 

এই বিভাগের আরোও খবর

Logo