পলাশে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী হামলা, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মার্চ , ২০২৫ ১৬:২৫ আপডেট: ১১ মার্চ , ২০২৫ ১৬:২৫ পিএম
পলাশে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী হামলা, যুবক নিহত
নরসিংদীর পলাশে অটোরিকশার যাত্রী হওয়া নিয়ে তর্কের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে

নরসিংদীর পলাশে অটোরিকশার যাত্রী হওয়া নিয়ে তর্কের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুমন মিয়া (৩০) উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের আলম মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা আলম মিয়া গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।  
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় জয়নগর বাজারে নিহতের চাচা মুকুল মিয়ার সঙ্গে প্রতিবেশী আয়ুব মিয়া, মোমেন, তারেক, দেলোয়ারসহ আরও কয়েকজনের অটোরিকশায় ওঠা নিয়ে তর্ক শুরু হয়। এই তুচ্ছ বিষয় নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  
প্রত্যক্ষদর্শীদের মতে, রাতে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে মুকুল মিয়ার বাড়িতে হামলা চালায়। হৈচৈ শুনে সুমন ও তার বাবা ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা তাদের ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।  
স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। তার বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শওকত হাসান বলেন,  
"সুমনের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, বিশেষ করে হাত, বুক ও পায়ে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। আহত আলম মিয়ার অবস্থাও সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।"
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মনির হোসেন) জানান, "অটোরিকশার যাত্রী হওয়া নিয়ে শুরু হওয়া বিরোধই শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুমন নিহত হয়েছেন এবং তার বাবা গুরুতর আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।"
সুমনের নির্মম হত্যাকাণ্ডে জয়নগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

এই বিভাগের আরোও খবর

Logo