সোমবার(১০ জুন) সকালে উপজেলা চত্বরের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আদর্শ পাট চাষীদের এ প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন এলাকার ৭৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সোনালী আশেঁর সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ, পাট-শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ''উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ'' ( ১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় আদর্শ পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ জুন) সকালে উপজেলা চত্বরের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আদর্শ পাট চাষীদের এ প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন এলাকার ৭৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিয়ার রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডি,এ,ই, শাহ আলম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।