পৌরসভার টোল দিতে দেরি হওয়ায় রিক্সা চালককে মারধর

মোঃ হানিফ প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী , ২০২৪ ০৭:৪০ আপডেট: ৮ ফেব্রুয়ারী , ২০২৪ ০৭:৪০ এএম
পৌরসভার টোল দিতে দেরি হওয়ায় রিক্সা চালককে মারধর
চাটখিল পৌরসভা কর্তৃক সড়কে রিকশা থেকে টোল আদায়কালে, টোল দিতে দেরি হওয়ায় বুধবার সকালে এক রিকশা চালককে মারধর করার ঘটনা ঘটেছে। ঐ ঘনাটায় রিকশা চালক পরে থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত লাইনম্যান ও তার সহযোগীরা বিচারের নামে রিকশা চালকের উপর করেছে দ্বিতীয় দফায় অবিচার। থানা পুলিশ কে এড়িয়ে গিয়ে স্থানীয় নাসু মিয়া বিচার করে রিকশা চালকের ১ হাজার টাকা জরিমানা করে। পরে ঐ ১হাজার টাকা রিকশার মালিকে পরিশোধ করতে বাধ্য করেন।

চাটখিল পৌরসভা কর্তৃক সড়কে রিকশা থেকে টোল আদায়কালে, টোল দিতে দেরি হওয়ায় বুধবার সকালে এক রিকশা চালককে মারধর করার ঘটনা ঘটেছে। ঐ ঘনাটায় রিকশা চালক পরে থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত লাইনম্যান ও তার সহযোগীরা বিচারের নামে রিকশা চালকের উপর করেছে দ্বিতীয় দফায় অবিচার। থানা পুলিশ কে এড়িয়ে গিয়ে স্থানীয় নাসু মিয়া বিচার করে রিকশা চালকের ১ হাজার টাকা জরিমানা করে। পরে ঐ ১হাজার টাকা রিকশার মালিকে পরিশোধ করতে বাধ্য করেন।    

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, সাত্রাপাড়া এলাকার ফয়সাল মিয়া উপজেলার হোসেনপুর থেকে চাটখিলে যাত্রী নিয়ে সকালে আসে। এসময় চাটখিল মোহাম্মদীয়া হোটেলের সামনে আসলে রিকশার লাইনম্যান আজাদ পৌরসভার টোল দিতে বলে। এতে টোল দিতে দেরি হওয়ায় আজাদ রিকশা চালক ফয়সাল মিয়াকে মারধর করে। পরে পথচারীরা আজাদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সাল চাটখিল থানায় আজাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। 

ভুক্তভোগী রিকশা চালক ফয়সাল মিয়া বুধবার সন্ধ্যায় চাটখিল প্রেস ক্লাবে এসে জানান, তিনি থানায় অভিযোগ দায়ের করার পর নাসু মিয়া বিচার করে দিবে বলে তাকে ডেকে নিয়ে তার ১ হাজার টাকা জরিমানা করে। এসময় নাসু মিয়া বলে, ফয়সালের রিকশার ধাক্কায় অপর সিএনজি চালকের ক্ষতি হয়েছে। তাই তার জরিমানা করা হয়েছে। তবে বিচারের বিষয়ে জানতে নাসু মিয়ার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।  পরে অভিযোগের তদন্ত কর্মকর্তা চাটখিল থানার এসআই মিঠুন মিয়া জানান, উভয় পক্ষকে রাতে থানায় ডাকা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo