প্রকৃতি কাউকে ছাড় দেয়নি রূপসী বাংলা র ছয়টি ঋতু আজ বিলুপ্তির পথে।

মোঃ আব্দুর রাজ্জাক প্রকাশিত: ১৩ নভেম্বর , ২০২৪ ১৬:১৯ আপডেট: ১৩ নভেম্বর , ২০২৪ ১৬:১৯ পিএম
প্রকৃতি কাউকে ছাড় দেয়নি রূপসী বাংলা র ছয়টি ঋতু আজ বিলুপ্তির পথে।
বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যের জন্য পরিচিত । এই ছোট্ট দেশটি সবুজ বনভূমি, পাহাড়, নদী এবং বিশাল সমুদ্রসৈকতের শোভা নিয়ে গঠিত।

বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যের জন্য পরিচিত । এই ছোট্ট দেশটি সবুজ বনভূমি, পাহাড়, নদী এবং বিশাল সমুদ্রসৈকতের শোভা নিয়ে গঠিত। এখানে কিছু অসাধারণ স্থান রয়েছে যা প্রতিটি ভ্রমণপ্রেমীর জন্য এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা।কক্সবাজার সমুদ্রসৈকত।বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত হিসেবে কক্সবাজার বাংলাদেশের অন্যতম আকর্ষণ। বিশাল বালুকাবেলা, নীল জলের সমুদ্র এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। ইনানী ও হিমছড়ি সমুদ্রসৈকতের পাথুরে অঞ্চলগুলো দেখতে মনোরম এবং ছবির মতো সুন্দর। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আশ্রয়স্থল।এই প্রাকৃতিক বনভূমিতে জোয়ার-ভাটার খেলা, সুন্দরী গাছের সারি, এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। বনের গভীরে নৌকায় ভ্রমণ করলে প্রাকৃতিক জীববৈচিত্র্যের এক অসাধারণ অভিজ্ঞতা লাভ করা যায়।বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য বান্দরবান বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি জেলা। নীলগিরি, নীলাচল এবং বগা লেকের মতো পর্যটনকেন্দ্রগুলো পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এখান থেকে পুরো এলাকার নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। বৃষ্টির সময় এখানে জলপ্রপাতগুলোও খুব সুন্দরভাবে প্রবাহিত হয়, যা দেখে মনে হয় প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে।সিলেটের চা-বাগান সিলেট তার চা-বাগানের জন্য বিখ্যাত। সবুজ চা-বাগানের ঢাল এবং পর্বতমালা মিলিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। জাফলং, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং বিছনাকান্দি এই এলাকার বিশেষ আকর্ষণ। এসব জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শান্ত পরিবেশও প্রদান করে, যা পর্যটকদের মুগ্ধ করে।বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনন্য এবং এটি দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকৃতির অপার মহিমার প্রমাণ দেয়। প্রতিটি স্থানেই আছে এক নিজস্ব সৌন্দর্য এবং এটি পর্যটকদের মনকে পরিপূর্ণ প্রশান্তিতে ভরিয়ে দেয়। ইট ভাটার দুষিত কালো ধেয়া,মিল কারখানার দুষিত বর্জ্য ও কালো ধোয়া জন জীবন বিপর্যয় এর পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য কে হুমকির মুখে ফেলেছে,অপরুপা সৌন্দর্য লীলাভূমি বাংলা র ছয়টি ঋতু পরিবর্তন এর মূল কারন বলে মণে করছেন বুদ্ধিজিবি, মেধাবী, গুণী, সুশীল সমাজ। 

এই বিভাগের আরোও খবর

Logo