প্রবাসীদের সহায়তায় গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ৯ নভেম্বর , ২০২৪ ১৪:৪৯ আপডেট: ৯ নভেম্বর , ২০২৪ ১৪:৪৯ পিএম
প্রবাসীদের সহায়তায় গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
রাজবাড়ীর গোয়ালন্দে তিনজন প্রবাসীর সহায়তায় বেশকিছু ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমীর ফুটবল প্রশিক্ষণ পরিচালনার সুবিধার্থে উজানচর বাহাদুরপুর গ্রামের বাসিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে তিনজন প্রবাসীর সহায়তায় বেশকিছু ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমীর ফুটবল প্রশিক্ষণ পরিচালনার সুবিধার্থে উজানচর বাহাদুরপুর গ্রামের বাসিন্দা, সৌদি আরব প্রবাসী মো. চুন্নু শেখ ও ময়ছের মাতব্বর পাড়ার বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোঃ জাকির হোসেন ও মোঃ রাকিব হোসেন (লিজেন্ড) এর আর্থিক অনুদানে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অবস্থিত রোকন উদ্দিন প্লাজা ৩য় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে গোয়ালন্দ ফুটবল একাডেমীর নিকট ফুটবল ও এপ্রোন হস্তান্তর করা হয়।ক্রীড়া সামগ্রী বিতরণকালে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা শামীম শেখ, সাইফুর রহমান পারভেজ, প্রতিষ্ঠাকালীন সদস্য মো. ফারুক মোল্লা, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা সিরাজুল ইসলাম চানমিয়া, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা মো. ফারুক হোসেন, হুমায়ুন আহমেদ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহকারি কোচ আরিফ হোসেন নারু, এরশাদ মন্ডল, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সদস্য মো. ইমান আলী প্রমুখসহ খেলোয়াড়বৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম।গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘ ১৬ বছর ধরে গোয়ালন্দের ফুটবল উন্নয়নে গোয়ালন্দ ফুটবল একাডেমী কাজ করে যাচ্ছে। বিনামুল্যে প্রতিদিন বিভিন্ন বয়সী ফুটবলারদের সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মো. আলমগীর হোসেনের তত্ত্বাবধায়নে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রীর প্রয়োজন হয়। এ প্রয়োজন মেটাতে মাঝেমধ্যে হিমশিম খেতে হয়। সৌদি আরব প্রবাসী চুন্নু শেখ, মোঃ জাকির হোসেন ও মোঃ রাকিব হোসেন (লিজেন্ড) কাতার প্রবাসী, সাবেক ফুটবলার কেএম সোহেলের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করেন। সে  অনুদানের টাকায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হলো। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

এই বিভাগের আরোও খবর

Logo