জামালপুরে সরিষাবাড়ী তে ঐতিহ্যেবাহী ঝালুপাড়া ব্রীজ এর ৭০-৮০ ফিট দূরত্বে নদীর পানিতে আত্মহত্যা র উদ্দেশ্য এস এস সি পরিক্ষার্থী এক ছাএী পানিতে ঝাঁপ দেয়
জামালপুরে সরিষাবাড়ী তে ঐতিহ্যেবাহী ঝালুপাড়া ব্রীজ এর ৭০-৮০ ফিট দূরত্বে নদীর পানিতে আত্মহত্যা র উদ্দেশ্য এস এস সি পরিক্ষার্থী এক ছাএী পানিতে ঝাঁপ দেয়। স্হানীয় সূত্রে জানা যায় সরিষাবাড়ী সাতপোয়া গ্রামের মন্ডল চৌরাস্তা সংলগ্ন মোঃদুদু মিয়ার মিয়ার মেয়ে এস এস সি পরিক্ষার্থী মোছাঃ অন্তরা (১৬) নামে এক কিশোরী সাথে একই গ্রামের সাবেক সেনা কর্মকর্তা মোঃ বাবুল মিয়া ওরফে বাবলু ছেলে মোঃ সিফাত এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, দীর্ঘ দিন প্রেম আনন্দ উপভোগ, অতঃপর আজ ১২ ই এপ্রিল শনিবার বিকাল ৫ টায় ঝালুপাড়া ব্রীজ এর উপর ঘুরতে গিয়ে, প্রেমিক সিফাত বিয়ে করতে পারবে না, এমন ঘষনা দিলে প্রেমিকা অন্তরা দিশেহারা হয়ে অত্তহত্যা উদ্দেশ্যে ব্রীজ থেকে ৮০ ফিট দূরত্ব পানিতে ঝাঁপ দেয়। অতঃপর সাতপোয়া গ্রামের প্রেমিক সাবেক সেনা কর্মকর্তা বাবুল এর ছেলে সিফাত (২১) ঘটনার স্হল ত্যাগ করেন, পরে স্হানীয় রা মেয়েটি কে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন, পরে প্রেমিকা অন্তরার অবস্থা আশঙ্খা জনক না হওয়া কর্তব্যরুত ডাক্তার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন, এই ঘটনায় তাৎক্ষণিক সরিষাবাড়ী থানা অফিসার ইনর্চাজ মোঃ চাদ মিয়া ও সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্হল ও সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও রুগীর খোঁজ খবর নেন।