ফরিদগঞ্জে ইউজিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহের উদ্বোধন

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ৫ মার্চ , ২০২৪ ১৩:০৫ আপডেট: ৫ মার্চ , ২০২৪ ১৩:০৫ পিএম
ফরিদগঞ্জে ইউজিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে  বেঞ্চ সরবরাহের উদ্বোধন
জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু নিচু বেঞ্চ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু নিচু বেঞ্চ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ। ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার আহমদ, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন এবং প্রধান শিক্ষক আলেয়া খাতুন।

এই বিভাগের আরোও খবর

Logo