ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদে মুশা মিয়া টানা চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত

বিপ্লব কুমার দাস প্রকাশিত: ৬ জুন , ২০২৪ ০৯:৩২ আপডেট: ৬ জুন , ২০২৪ ০৯:৩২ এএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদে মুশা মিয়া টানা চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত
প্রাপ্ত ফলাফল সূত্রে জানা গেছে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশা মিয়া দোয়াত-কলম প্রতীকে ৪৩ হাজার ২৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৫৫ ভোট। এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবিসহ স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থবারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

চতুর্থবারের মতো বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এম মোশাররফ হোসেন মুশা  মিয়া।বুধবার (০৫ জুন) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত ফলাফল সূত্রে জানা গেছে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশা মিয়া দোয়াত-কলম প্রতীকে ৪৩ হাজার ২৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৫৫ ভোট। এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবিসহ স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল।

বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ১৮৮ জন।

এই বিভাগের আরোও খবর

Logo