ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও কালরাত্রির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও কালরাত্রির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর শাহজাহান, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নুর মোহম্মদ বাবুল প্রমুখ।
এসময় বক্তরা জানান, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকবাহিনী ঢাকায় নির্বিচারে মানুষ হত্যা করে। পরে সারা দেশব্যাপী মানুষ হত্যা শুরু করে পাকবাহিনী। তারপর থেকেই বাঙালীরা পাকহানারদের কে প্রতিহত করা যুদ্ধে নামে দেশের মানুষ। যা নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আসে দেশের স্বাধীনতা।আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উপস্থিত ছিল।