ফিলিস্তিনে অবৈধ ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে লংগদুতে সাধারন জনতার মিছিল

তাজ মাহমুদ প্রকাশিত: ১২ এপ্রিল , ২০২৫ ১২:৪৮ আপডেট: ১২ এপ্রিল , ২০২৫ ১২:৪৮ পিএম
ফিলিস্তিনে অবৈধ ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে লংগদুতে সাধারন জনতার মিছিল
ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর ঘৃণ্য বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলার সাধারন জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর ঘৃণ্য বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু  উপজেলার সাধারন জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার ১১ এপ্রিল, ২০২৫ জুমার নামাজ আদায়ের পর লংগদু উপজেলার  স্থানীয় বাইট্যপাড়া বাজার জামে মসজিদ হতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি স্থানীয় বাইট্টাপাড়া বাজারের প্রধান সড়কটি প্রদক্ষিন করে। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান  তফাজ্জল হোসেন,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের লংগদু উপজেলা সভাপতি  মোঃ মঞ্জুরুল হক, মাওলানা মোঃ ফাহিম হোসেন, মাওলানা  মোঃ ওমর ফারুক প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এখনো গাজাসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরাইল ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা করছে। আমাদেরকে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর সাথে সাথে শোককে শক্তিতে পরিণত করতে হবে। প্রতিবাদকে কর্মসূচিতে পরিণত করতে হবে। সর্বোপরি এই যুদ্ধে জয়ী হতে হবে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

এই বিভাগের আরোও খবর

Logo