বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’ প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আয়মন আখিলা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’ প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আয়মন আখিলা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ মে ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নে নদীটির পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ১৫১ ময়মনসিংহ-৬,ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ফুলবাড়িয়া বাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন হতে যাচ্ছে। এতে শুধু নদীই তার প্রাণ ফিরে পাবে না, ফিরে পাবে ফুলবাড়িয়া বাসীর লালিত স্বপ্নের বাস্তবায়ন। ৪২ কোটি টাকা ব্যয়ে আখিলা নদী পুনঃখনন করা হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ- বিভাগীয় প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী এস.এম আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড সার্কেল (বাপাউবো) শহীদুজ্জামান সরকার, আখলাছ উল জামিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দির শর, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতান প্রমূখ। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।