তৃতীয় ধাপে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ডাকা পড়ছে স্থানীয় হাটবাজার, রাস্তাঘাট ও পাড়া-মহল্লা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের সমর্থনে বাজানো হ”েছ মাইক ও সাউন্ড সিস্টেম। স্থানীয় চায়ের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়। ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরে পছন্দের প্রাথীদের পক্ষে দল বেঁধে ভোট চাইছেন কর্মী-সমর্থকরা। ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করছেন প্রার্থীরা। এমনকি দিচ্ছেন জয়ের প্রতিশ্রুতি।
আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচন। এরই ধারাবাহিকতায় উপজেলার মধ্যে থাকা একটি পৌরসভা ও ইউনিয়ন গুলোর পাড়া মহল্লায় বয়ে বেড়াচে্ছ নির্বাচনী আমেজ। তৃতীয় ধাপের ২৯ মে এই নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ত্রিমুখী লড়াইয়ের দিকে ধাবিত হ”েছ।
চেয়ারম্যান পদে মোঃ হারুন অর রশিদ (ঘোড়া), ডাঃ কামরুজ্জামান (আনারস),অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন বাদশা -(মোটর সাইকেল), এডঃ মফিজ উদ্দিন মন্ডল (কাপ-পিরিচ) সেলিমা বেগম সালমা( চিংড়ি মাছ) ।প্রথমেই ডাঃ মোঃ কামরুজ্জামান (আনারস) ও হারুন অর রশিদ হারুন (ঘোড়া) প্রতিকের মধ্যে দ্বিমুখী লড়াই মনে করা হলেও এখন চিংড়ি ও মটর সাইকেল প্রতীকও মূল লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। ভোটারদের অনেকেই ধারণা করছেন এখন এ পদে ভোটের মাঠে চৌমূখী লড়াই হবে।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম রাকিব (মাইক),কামরুজ্জামান পারভেজ (টিয়া পাখি), কামরুজ্জামান ভিপি জামান(তালা), সাইদুল ইসলাম (টিউবওয়েল), আব্দুল কুদ্দুছ- (চশমা) । ভোটাদের ধারণা করা হ”েছ- রফিকুল ইসলাম রাকিব (মাইক) ও কামরুজ্জামান ভিপি জামান (তালা) সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াই হবে দ্বিমুখী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন সুলতানা(হাস) সংঙ্গীতা রানী সাহা(কলসী) নাছিমা আকন্দ (ফুটবল) আছমা খাতুন( প্রজাপতি), তৃতীয় লিঙ্গ রুপা আক্তার (বৈদ্যুতিক পাখা)। তবে স্থানীয় ভোট বিশ্লেষকরা মনে করছেন- মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস, কলসি ও ফুটবল প্রতীকের মধ্যে ভোটের লড়াই হবে ত্রিমুখী।
উল্লেখ, আগামী ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন।মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৭৫৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪০৬ জন।