জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে ফাইনাল খেলায় টাইব্রেকারে ৩-১ গোলে রংপুর জেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঠাকুরগাঁও জেলা টিম।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি রংপুর পুলিশ কমিশিনার বিপিএম (বার) ও পিপিএম (বার) মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমারের সার্বিক ব্যবস্থাপনায় টিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ফুটবল কোচ খাইরুল বাশার, টিম ম্যানেজার জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারী মোঃ মহসিন আলীসহ খেলোয়াড়বৃন্দ।
উল্লেখ্য, ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা ছিল। ঠাকুরগাঁও জেলা টিমের পক্ষে গোলটি করেন স্ট্রাইকার অজয়। পরে টাইব্রেকারে ঠাকুরগাঁও জেলা টিমের ৪টি শটের মধ্যে ৩টি গোল হলেও রংপুর জেলা টিমের পক্ষে ৪টি শটের মধ্যে মাত্র একটি গোল হয়। টুর্নামেন্ট সেরা হয়েছেন ঠাকুরগাঁও জেলা দলের গোলকিপার রাহাত।