নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মার্চ) দিবাগত রাতে।খবর পেয়ে শুক্রবার ১ মার্চ সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় এমপির প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আলতাফ হোসেন(৬৫) উপজেলার সদর ইউনিয়নের গোড়শাহী মধ্য পাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে সরেজমিনে গিয়ে নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুলের সাথে কথা বলে জানা যায়, তার বাবা বাড়ির আঙ্গিনার সামনে আলাদা একটি ঘরে বসবাস করতো। আজ মধ্যে রাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পায়ে স্থানীয় এক বাসিন্দা চিৎকার শুরু করলে আমরা ঘর থেকে বেড় হয়ে এসে আগুন লাগার বিষয়টি দেখতে পায় এবং চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আছে।
স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু আগুন নেভানোর আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যায়। এবং একইসাথে দুটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, ঘটনাটি জানার পরে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের মাঝে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে। এবং কিছু শুকনা খাবার দেয়া হয়েছে।এই সময় আমার সাথে ছিলেন বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।