বরগুনার তালতলীতে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরগুনার তালতলীতে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকার অষ্টম শ্রেণীর স্কুলছাত্রীর সঙ্গে একই এলাকার মো. হযরত আলীর ছেলে রাকিবের বিয়ে ঠিক হয়। বর-কনের উভয় পক্ষের সম্মতিতে স্কুল ছাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।