এসেছিল সবার মাঝে, এসেছিল সাথে শুভক্ষণে,
নবরূপে সেজে আনন্দ হর্ষে-"নববর্ষ"-আগমনে।।
মিনিট, সেকেন্ড, ঘন্টা, শেষে আজকে বিদায়ের পালা,
আনন্দ সাথে এনেছিল যেমন, দুঃখেরও শত জ্বালা।।
রোগ, শোক, যুদ্ধ, হিংসা-বিদ্বেষ, কত মারামারি হানাহানি,
আবার, ভালো অর্জন কিছু এনেছিলো-তাও সকলেই মানি।।
অনেক দেশ শেষ! দেশের শাসকের ক্ষমতা গেলো চলে,
কেহ মসনদে আসে জনতার চাওয়ায়-কেহবা কৌশলে।।
শয়তানের পরশে, যুদ্ধের খায়েশে, পণ্যের বাজার চড়া,
কত তাজা প্রাণ ঝরলো অকালে, রক্তাক্ত বসুন্ধরা।।
কোন পরিবারে এসেছে নতুন মুখ-আনন্দে তারা হাসে,
নবজাতক, নব-দম্পতির আগমনে, কেহ খুশীতে ভাসে।।
আবার চিরতরে-চিরনিদ্রায়, শায়িত কত সোনা মুখ,
তাদেরে হারায়ে দেশ পরিবারের-ভেঙে চৌচির বুক।।
ব্যবসার প্রসার ঘটেছে কারো, কারো উল্টে গেছে গণেশ,
কারো আবার ভাগ্য খুলেছে খোদার কৃপায়, কারোটা আবার শেষ।।
সুখ-শান্তি, উদয়-অস্ত করে কেটে গেছে 'সব দিন-রাত্রি,
চলতি বছরের সূর্য ডুবেছে, তাই সে আজ বিদায়ী যাত্রী।।
ইতিহাসের পাতায় স্থান নিলো এ বছরের যত ছিলো লয়-তাল,
নতুনের আগমন, পুরাতন স্মৃতির পাতায়, নতুন সূর্য, নতুন সকাল।।
পুরাতনের বিদায়, নতুনের আগমন, নতুন হিসাব নিকাশ,
পৃথিবী হোক মানব মানবতার, সুন্দর হোক সকল নিবাস।।