৯ অক্টোবর (বুধবার) জাতীয় তামাক মুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন আয়োজন করা হয়। জাতীয় তামাক মুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ”জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক” শীর্ষক অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইনে মমতা পল্লী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের জেলা প্রতিনিধি মো: ইয়াকুব আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল।
৯ অক্টোবর (বুধবার) জাতীয় তামাক মুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন আয়োজন করা হয়। জাতীয় তামাক মুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ”জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক” শীর্ষক অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইনে মমতা পল্লী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের জেলা প্রতিনিধি মো: ইয়াকুব আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উদয়মান সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো: বেলাল হোসেন, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আলফাজ আলী, জামতলী জনকল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, দিনাজপুর জেলা রবিদাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি দিল চান রবি দাস।
প্রধান অতিথি গোলাম নবী দুলাল বলেন বাংলাদেশে তামাক ব্যবহার জনিত রোগে আক্রান্ত হয়ে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ অকালে মৃত্যুবরণ করছে। পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য মানুষ। সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন তামাক নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য বিষয়ক নীতিসমূহ সুরক্ষিত রাখতে এ সকল জায়গা থেকে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করা জরুরি। মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী বলেন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনকারী তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অভিষ্ঠ লক্ষ্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক।
জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুকি মোকাবিলায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে গুরুত্ব দেওয়া উচিত। অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন আয়োজন করেন বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, মমতা পল্লী উন্নয়ন সংস্থা, উদয়মান সমাজ কল্যাণ সংস্থা, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থা, জামতলী জনকল্যাণ সমিতির (জেজেএস) , অনুঘটক ও দিনাজপুর জেলা রবিদাস সমাজ উন্নয়ন সংস্থা, দিনাজপুর।