বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন ইরান চৌধুরীর ব্রিক ফিল্ডের সামনে থেকে লবণ বোঝাই ট্রাক ছিনতাইয়ের সময় পুলিশ ১টি ছুরিসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।গ্রেফতারকৃতরা দীর্ঘদিন এলাকায় চুরি ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানা গেছে।বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সংগঠিত এই ঘটনায় ট্রাক চালক চাম্বল এরাকার মোজাফফর আহমদ পিতা আবদুল হাকিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন ইরান চৌধুরীর ব্রিক ফিল্ডের সামনে থেকে লবণ বোঝাই ট্রাক ছিনতাইয়ের সময় পুলিশ ১টি ছুরিসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।গ্রেফতারকৃতরা দীর্ঘদিন এলাকায় চুরি ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানা গেছে।বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সংগঠিত এই ঘটনায় ট্রাক চালক চাম্বল এরাকার মোজাফফর আহমদ পিতা আবদুল হাকিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে একটি ছোরাসহ ৩ জনকে গ্রেফতার করে। তারা হলেন- বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার মৃত মোসলেম উদ্দিনের পুত্র হেফাজ উদ্দীন (৪১), জাহাঙ্গীর আলমের পুত্র মোহাম্মদ সানি আহমদ (৩২) ও মোহাম্মদ হামিদের পুত্র মোহাম্মদ সোহেল (২৩)।
তারা দীর্ঘ দিন এলাকায় চুরি ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকায় একটি লবণ বোঝাই ট্রাক ইরান চৌধুরীর ব্রিক ফিল্ড এলাকায় পৌঁছলে ব্যরিকেড দিয়ে ট্রাক থামিয়ে চালকের কাছে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল সেট লুট করে।
এসময় বাঁধা দিলে চালক মোজাফফর আহমদকে ছুরিকাঘাত করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেফতার করে।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, চাম্বলে লবণ বোঝাই ট্রাক ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।