বাংলাদেশ বিজ্ঞান একাডেমী বা বাংলাদেশ একাডেমী অব সায়েন্সেসের (বিএএস) ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ জুন) বিএএস’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত সোমবার (২৪ জুন) বিএএস কাউন্সিলের ১০ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ৮ নং অনুচ্ছেদ অনুযায়ী ফেলো হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ একাডেমী অব সায়েন্সেস হলো ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি জাতীয় ফোরাম। এটি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রে দেশের কর্ণধার হিসেবে বিবেচিত।