বাকৃবিতে চাকরি মেলা, ৪০ প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে কর্মকর্তারা

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ৯ জুন , ২০২৪ ০৯:২৬ আপডেট: ৯ জুন , ২০২৪ ০৯:২৬ এএম
বাকৃবিতে চাকরি মেলা, ৪০ প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে কর্মকর্তারা
এবারের চাকরি মেলায় খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), এসিআই, প্রাণ, স্কয়ার, আড়ং ডেইরি, সিপি বাংলাদেশ, নাবিল গ্রুপ, প্যারাগন গ্রুপ, ব্র্যাক, ড্যানিশ, আফতাব, নাহার এগ্রো, সিনজেনটা, প্রভিটা গ্রপ, কাজী ফার্মসসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বাউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার কার্নিভালের দ্বিতীয় দিনের আয়োজনে প্রায় ৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমন্যাসিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়।

এবারের চাকরি মেলায় খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), এসিআই, প্রাণ, স্কয়ার, আড়ং ডেইরি, সিপি বাংলাদেশ, নাবিল গ্রুপ, প্যারাগন গ্রুপ, ব্র্যাক, ড্যানিশ, আফতাব, নাহার এগ্রো, সিনজেনটা, প্রভিটা গ্রপ, কাজী ফার্মসসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়। 

প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনীতে দেশের প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ও শিক্ষার্থীদের ভিড় লক্ষ করা যায়। কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বাকৃবির ছয়টি অনুষদসহ অন্যান্য বিভাগের গ্রাজুয়েটদের অংশ নেওয়ার সুযোগ ছিল। 

শুধু সরকারি চাকরিতে সীমাবদ্ধ না থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোন কোন ক্ষেত্রে কৃষিবিদদের অংশ নেওয়ার সুযোগ রয়েছে সে সম্পর্কে বিস্তর ধারণারও সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।

কৃষিপণ্য এবং কৃষি-সমস্যা সমাধানের বিভিন্ন সার, কীটনাশক ও বীজ উৎপাদন বিষয়ক প্রতিষ্ঠান সিনজেনটা। সব অনুষদের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ থাকলেও তাদের প্রাধান্যের তালিকায় প্রথম স্থান ছিল কৃষি অনুষদের স্নাতকধারীদের।

কৃষি পণ্যের বীজ, সার ও ‍কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠান হেকেম লিমিটেড তালিকায় ছিল কৃষি অনুষদের স্নাতকধারীরা।

চাকরি মেলায় নিবন্ধনের মাধ্যমে কাজী ফার্মস গ্রুপে লিখিত এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। পোল্ট্রি ভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় তাদের মূল প্রাধান্য ছিল ভেটেরিনারি এবং পশুপালন স্নাতক সম্পন্নকারীরা। এ সি আই মটরস লিমিটেড ও মেটাল কোম্পানিতে প্রাধান্য পেয়েছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকধারীরা।

সি.পি. গ্রুপ ও প্যারাগন গ্রুপে জীবন বৃত্তান্ত প্রদানের সুযোগ পেয়েছে ভেটেরিনারি ও পশপালন অনুষদের স্নাতকধারীরা। 

এছাড়া গোল্ডরেজ এসিআই প্রতিষ্ঠানে চাকরির পছন্দের তালিকায় প্রাধান্যের তালিকায় ছিল ভেটেরিনারি, পশুপালন ও মৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতকধারীদের। 

প্রাণ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পিএলসি (বিএটি), নাবিল গ্রুপ, এফএও, ব্রাক এর স্টলেও ছিল ভিড়। সব অনুষদীয় স্নাতকধারীদের অংশ নেওয়ার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। 

তবে প্যারাগন গ্রুপ, সি.পি. গ্রুপ ও প্রাণ বিশেষ করে সেলস ম্যানেজার, বিজনেস ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টেনস ম্যানেজমেন্ট পদগুলোতে সবার অংশ নেওয়ার সুযোগ ছিল।

ইংরেজি ভাষাভাষী ছয়টি দেশে উচ্চশিক্ষা বিষয়ক সহায়ক ও পরামর্শ দানকারী প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছিল আইডিপি। প্রতিটি প্রতিষ্ঠানেই সরাসরি ও অনলাইনে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা। 

বিকেল ৫টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের আরোও খবর

Logo