বাগেরহাটে চুলকাঠি এলাকায় নগদ টাকাসহ জুয়াড়ি আটক ৮

মো:আজাহারুল ইসলাম প্রকাশিত: ১৮ মার্চ , ২০২৪ ০৯:৪০ আপডেট: ১৮ মার্চ , ২০২৪ ০৯:৪০ এএম
বাগেরহাটে চুলকাঠি এলাকায় নগদ টাকাসহ  জুয়াড়ি আটক ৮
বাগেরহাটের চুলকাঠি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ৩০০ টাকাসহ ৮ জুয়ারিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশি।রোববার (১৭ মার্চ) রাতে পুলিশের অভিযানিক ওই টিমের নেতৃত্ব দেন বাগেরহাট জেলার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান।

বাগেরহাটের চুলকাঠি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ৩০০ টাকাসহ ৮ জুয়ারিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশি।রোববার (১৭ মার্চ) রাতে পুলিশের অভিযানিক ওই টিমের নেতৃত্ব দেন বাগেরহাট জেলার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান।

আটক জুয়ারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান। আটক জুয়ারীরা হলো- বাগেরহাটের সুনগর এলাকার মিজান শেখের ছেলে মো. আ. করিম শেখ (২০), আলামিন শেখের ছেলে মো. রাসেল শেখ (২৩), মৃত উকিল হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার (২৫)। হাকিমপুর গ্রামের মৃত নুর আলী শেখের ছেলে মো. নুরজ্জামান শেখ(৪০)। সৈয়দপুর গ্রামের মৃত রুহুল কুদ্দুসের ছেলে মো. হাবিব শেখ (৫০), মান্নান ফরাজির ছেলে মো. আরিফুল ফরাজি (৩২), ভট্টবালিয়াঘাটা গ্রামের আবুল শেখের ছেলে মো. জাহিদ শেখ (৩৬) ও রামপাল উপজেলার কাপাশডাঙ্গা গ্রামের ফেরদৌস আলী গাজীর ছেলে মো. ফরাদ আলী গাজী (৪১)।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহদয়ের নির্দেশনায় অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করা হয়। অভিযানে নগদ ১৬ হাজার ৩০০ টাকা, দুই ব্যান্ডেল জুয়া খেলার তাস, দুইটা মোটরসাইকেল, তিনটা বাইসাইকেল, একটি ভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo