বান্দরবানে সোনালী ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ

মোহাম্মদ হাছান প্রকাশিত: ৩ এপ্রিল , ২০২৪ ০৮:৩১ আপডেট: ৩ এপ্রিল , ২০২৪ ০৮:৩১ এএম
বান্দরবানে সোনালী ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ
বান্দরবানের রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করেছে সশস্ত্র গোষ্ঠী ধারনা করা হচ্ছে এরা কেএনএফ এ’র সদস্য। ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় লুটকারীরা।

বান্দরবানের রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করেছে সশস্ত্র গোষ্ঠী ধারনা করা হচ্ছে এরা কেএনএফ এ’র সদস্য। ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় লুটকারীরা।

মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা বলে জানিয়েছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।এসময় সোনালী ব্যাংকের ভল্টে থাকা অর্থ, অস্ত্র ও গুলি লুট করে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা।তবে ঠিক কী পরিমাণ অর্থ লুট করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারী ৭০-৮০ জনের একটি সশস্ত্র দল রুমা সোনালী ব্যাংককে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে ব্যাংকের পাহারায়া থাকা পুলিশ, আনসার সদস্যদের দুটি সাব-মেশিন গান ও এর  গুলি লুট করে তারা।

পরে অস্ত্রের মুখে ম্যানেজার-কর্মচারীদের জিম্মি করে কয়েক কোটি টাকা লুট করে। উপজেলার সরকারি সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসের টাকা ভল্টে ছিলো।

এই বিভাগের আরোও খবর

Logo