সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে সংঘর্ষে পন্ড হয় বিএনপির মহাসমাবেশ। এর পরপরই আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। তবে সকাল থেকেই সাভারের মহাসড়ক দখলে রয়েছে আওয়ামী লীগের। এখন পর্যন্ত রাজপথে কোন বিএনপি নেতাকর্মীকে দেখা যায়নি।
সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে সংঘর্ষে পন্ড হয় বিএনপির মহাসমাবেশ। এর পরপরই আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। তবে সকাল থেকেই সাভারের মহাসড়ক দখলে রয়েছে আওয়ামী লীগের। এখন পর্যন্ত রাজপথে কোন বিএনপি নেতাকর্মীকে দেখা যায়নি। রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার-আশুলিয়ার সব সড়কে অবস্থান নিতে দেখা গেছে আশুলিয়া থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা, নবীনগন-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক ঘুরে দেখা যায়, হরতালের আতঙ্কে প্রায় যানবাহন শূণ্য মহাসড়ক গুলো। তবে দীর্ঘ সময় পর পর গণপরিবহন ছেড়ে যেতো দেখা গেছে। এপর্যন্ত বিএনপির নেতাকর্মীকে রজপথে দেখা না গেলেও আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন আশুলিয়ার বগাবাড়িতে অবস্থান নেন।
এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, বিএনপি সব সময় আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াওয়ে বিশ্বাস করে। সহিংসতা ছাড়া বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে না। যেকোন ধরনের নাশকতা আগুন সন্ত্রাস ঠেকাতে আশুলিয়া থানা আওয়ামী লীগ রাজপথে রয়েছে।
এদিকে হরতালের কারনে সাভারের সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তাদের দাবি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা প্রস্তুত রযেছেন। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, সাভারের মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।