আজ ২০ জুন ২০২৪ (বৃহস্পতিবার) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উফসী বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আলহাজ্ব জাকারিয়া (জাকা) মাননীয় জাতীয় সংসদ সদস্য-৬ দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবু হুসাইন বিপু, বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব পরিমল কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তি ও প্রান্তিক পর্যায়ের কৃষকগন উপস্থিত ছিলেন।