বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাঈমের কবর জিয়ারতে নীলফামারী ডিসি

মোঃ আব্দুল আলিম প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১২:১১ আপডেট: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১২:১১ পিএম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাঈমের কবর জিয়ারতে নীলফামারী ডিসি
তিনি আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউপির সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামে শহীদ নাঈমের বাড়িতে যান। এসময় নিহতের পরিবারের খোঁজখবর নেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হাফেজ নাঈম ইসলামের কবর জিয়ারত করেন নীলফামারীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

তিনি আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউপির সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামে শহীদ নাঈমের বাড়িতে যান। এসময় নিহতের পরিবারের খোঁজখবর নেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেলা প্রশাসক নিহত নাঈমের বাড়ীতে পৌঁছে তাঁর কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ নাঈমের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন। এসময় তিনি শহীদের মা হাসনা বানু ধৌলি ও মামা আনিছুর রহমানের সাথে কথা বলেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তিনি তাঁর পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, কিশোরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

এছাড়াও নীলফামারী ও কিশোরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়কসহ আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, হাফেজ নাঈম ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গত ৪ আগষ্ট সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগষ্ট মারা যান।

এই বিভাগের আরোও খবর

Logo