ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় নির্বাচনী আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল

রাসেল মিয়া প্রকাশিত: ২ ডিসেম্বর , ২০২৩ ০৭:২০ আপডেট: ২ ডিসেম্বর , ২০২৩ ০৭:২০ এএম
ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় নির্বাচনী আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় নির্বাচনী আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ১ জন, জাতীয় পার্টির ১ জন। এবং অন্যান্য দল থেকে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় নির্বাচনী আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ১ জন, জাতীয় পার্টির ১ জন। এবং অন্যান্য দল থেকে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, জাতীয় পার্টির তাকের আহমেদ আদিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইসলাম উদ্দিন, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ বকুল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, জাকের পার্টির জাহাঙ্গীর আলম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুছ, বাংলাদেশ কংগ্রেসের বজলুর রহমানসহ ৬ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের আগে গতকাল সকাল থেকে কসবা পৌর মুক্তমঞ্চ এলাকায় কসবা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে  নেতা কর্মী আসতে শুরু করে। নৌকার টিকিট নিয়ে আইনমন্ত্রীর এলাকায় আগমনে নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস সেখানে প্রকাশ পায় । সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক। সেখানে তিনি তার বক্তৃতায় বলেন, ‘আমি আইনমন্ত্রী। নির্বাচন কমিশনের আচরণবিধি রয়েছে। আচরণবিধি ভঙ্গ করা যাবে না। আমি ১৮ তারিখের আগে কোনো ভোটভিক্ষা চাইব না। ১৮ তারিখের পরে এসে ভোটভিক্ষা চাইব। আমি বিগত ১০ বছর আপনাদের এমপি, মন্ত্রী নয়, আপনাদের সন্তান হিসেবে দায়িত্ব পালন করে গেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে। আপনারা কেউ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবেন না। আমরা কয়েকজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করব।’ এদিকে দিনভর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে প্রার্থী এবং তাদের সমর্থকদের পদচারনায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বিভাগের আরোও খবর

Logo