ভান্ডারিয়াতে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিল এসএসসি পরীক্ষার্থী সুমি

মোঃ ইমরান মুন্সি প্রকাশিত: ১৩ মার্চ , ২০২৫ ১২:১৬ আপডেট: ১৩ মার্চ , ২০২৫ ১২:১৬ পিএম
ভান্ডারিয়াতে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিল এসএসসি পরীক্ষার্থী সুমি

ভান্ডারিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড বাসের পোল মোড়ের মাটিভাঙ্গা রোড়ের সামনের রাস্তায় রাত আনুমানিক ১০ঃ৪৫মিঃসময় এই মেয়েটিকে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখে আসাদুজ্জামান নামের এক ব্যক্তি ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ  মোঃ আহমেদ আনওয়ার মহোদয় কে জানালে তাৎক্ষণিকভাবে  ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং অজ্ঞাত  মেয়েটিকে  স্থানীয় লোক জনের  সহোযোগিতায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে  প্রাথমিক চিকিৎসা প্রদান করেন, কিছুক্ষণ পরে  মেটির জ্ঞান  ফিরলে তার পরিচয় শনাক্ত করা হয়  মেয়েটির নাম সুমি আক্তার ১৭ বাড়ি কাঠালিয়া থানার সৌজালিয়া ইউনিয়ন এর দোগোনা গ্রামে। তার পিতার নাম মানিক খান। সে এবার এসএসসি পরিক্ষার্থী। সুমি বর্তমানে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায়  পুলিশি হেফাজতে রয়েছেন।

এই বিভাগের আরোও খবর

Logo