ভোলার দৌলতখানে দাখিল বাংলা ২য় পত্র পরীক্ষায় সেট কোড জালিয়াতি করায় ৮ শিক্ষক ও অসদুপায় অবলম্বন করায় ১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরকারী আবি আব্দুল্লাহ কলেজ কেন্দ্রেদাখিল বাংলা ২য় পত্র পরীক্ষার শিক্ষার্থীরা নৈর্ব্যক্তিক উত্তর পত্রের (ওএমআর) শীটে সেট কোড জালিয়াতির অভিযোগে ৮ ও ৯ নং কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন-জয়নাল আবদীন আলীম মাদ্রসার শিক্ষক মানসুর আহমেদ,মেদুয়া বাইতুন নুর দাখিল মাদ্রাসার শিক্ষক নুরে আলম, আজিম বাড়ি হাওলা দাখিল মাদ্রাসার শিক্ষক আবুদল কুদ্দুস, শিক্ষক কাওসার, দক্ষিণ বড় ধলী মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম, দৌলতখান মহিলা মাদ্রাসার শিক্ষক নাজিম উদ্দিন, জয়নগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম, নলগোড়া দাখিল মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন, দক্ষিণ বড় আহমেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী তানজিল। দৌলতখান আবি আব্দুল্লাহ কলেজ কেন্দ্র সচিব আব্দুস সামাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান বহিষ্কার এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।উল্লেখ্য, গত (২৫ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত গণিত পরীক্ষায় নৈর্ব্যক্তিক উত্তর পত্রের (ওএমআর) শীটে সেট কোড পরিবর্তন করায় সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাজিব ও হাসিনা নিজাম লামছিপাতা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী সুবর্ণাকে বহিস্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান।এ বছর দৌলতখানে মোট পরীক্ষার্থী সংখ্যা ২২৮৮ জন। এর মধ্যে এসএসসি ১৪৯৫ জন,দাখিল ৬৫২ ও ভোকেশনাল পরীক্ষার্থী ৬৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৭টি। এর মধ্যে এসএসসির ৫টা, দাখিল ১টা এবং ভোকেশনাল কেন্দ্র ১টি।