"আলোকিত মানুষ চাই" এই লক্ষ্যকে সামনে নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং মাইলস্টোনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। ঢাকা বোর্ডের অত্যন্ত সুনাম খ্যত কলেজ মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের বিল্ডিং ১ এর সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হচ্ছে উক্ত বই মেলাটি।
বই মেলাটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জনাব জিয়াউল আলম সাহেব। সাথে ছিলেন সিনিয়র এডমিন অফিসার মাসুদ আলম সাহেব। ভাইস প্রিন্সিপাল জনাব মিজানুর রহমান খান সাহেব সহ আরো অনেক পরিচালক বৃন্দ। বই মেলাটিতে ৩০% থেকে ৪০% ছাড়ে বইগুলো বিক্রি হচ্ছে। বই মেলাটিতে ঘুরে লক্ষ্য করে দেখা গেছে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মেলাটি। সেই সাথে শিক্ষক শিক্ষিকা বৃন্দ মেলায় ঘুরছেন এবং বই কিনছেন। সত্যিকার ভাবে আলোকিত মানুষ হতে গেলে বই পড়ার বিকল্প নেই। বলা হয়ে থাকে' a book is like a living person'..একটি সুস্থ সুন্দর এবং যুক্তিবাদী সমাজ গঠনে বই পড়ার কোন বিকল্প নেই। আরো বলা হয়ে থাকে যে, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বৈখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। ওমর খৈয়াম বহু পূর্বেই বলেছেন..