১ বৈশাখ ভোরে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
১ বৈশাখ ভোরে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সকাল ১০টায় জেলা অডিটোরিয়াম, মাগুরা-তে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু একাডেমি ও জেলা গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, এই আয়োজন আমাদের শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিভাবান শিক্ষার্থী এবং আয়োজকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।মাগুরা নোমানি ময়দান মেলাাঙ্গন গভীর রাত পর্যন্ত ছিল সরগরম।
একই ভাবে নববর্ষের অনুষ্ঠান শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা উপজেলা,জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জিও - এনজিও, সামাজিক প্রতিষ্ঠানেও উদযাপন করা হয়।