মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আহত দুই শিশু

আল আমিন প্রকাশিত: ৪ এপ্রিল , ২০২৪ ১০:০৯ আপডেট: ৪ এপ্রিল , ২০২৪ ১০:০৯ এএম
মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আহত দুই শিশু
মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশু গুরুতর আহত হয়েছে।বুধবার সন্ধ্যা ৬টার সময় মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশু গুরুতর আহত হয়েছে।বুধবার সন্ধ্যা ৬টার সময় মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দুই শিশু পূর্ব শিলমন্দি গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে সোহাগ(১২) ও বরকত মিয়ার ছেলে আবির (১২)।

আহত শিশুদের উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এ এস এম ফেরদৌস। 

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, বিকেলে আবির ও সোহাগ বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়।পরে তারা খেলার ছলে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠে।সেখানে দুই শিশু বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।তাদের শরীরের বিভিন্ন অংশ  পুড়ে যায়।পরে তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

এই বিভাগের আরোও খবর

Logo