মুন্সীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে চৌধুরী ফারিয়া আফরিন আজ ৯ই এপ্রিল শপথ গ্রহণ করেন।ঈদের আগেই তিনি পৌরসভার দায়িত্বভার গ্রহণ করবেন।
মুন্সীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে চৌধুরী ফারিয়া আফরিন আজ ৯ই এপ্রিল শপথ গ্রহণ করেন।ঈদের আগেই তিনি পৌরসভার দায়িত্বভার গ্রহণ করবেন।
ঢাকা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত মেয়র কে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।এ সময় শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল।
মুন্সীগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে মেয়র হিসেবে নির্বাচিত হন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল এর সহধর্মিনী চৌধুরী ফাহরিয়া আফরিন।
গত ৯ মার্চ তিনি মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে জগ প্রতীকে ২১হাজার ৯৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছিলেন ৬১০ টি। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫৭ হাজার ৯৬২ জন।আর ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২ হাজার ৬০৪ জন।যা মোট ভোটের ৩৮.৯১ শতাংশ
পৌরসভার নির্বাচিত মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হন।
সেই শূন্য পদের উপনির্বাচনে মেয়র নির্বাচিত হলেন তারই স্ত্রী।পৌর এলাকার সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন চৌধুরী ফারিয়া আফরিন।