মেহেন্দিগঞ্জে ঘুমন্ত নারীর ছবি তুলে প্রবাসী স্বামীর কাছে চাঁদা দাবি

মোঃ মোহসীন রাসেল প্রকাশিত: ৬ জুলাই , ২০২৪ ১৫:৫১ আপডেট: ৬ জুলাই , ২০২৪ ১৫:৫১ পিএম
মেহেন্দিগঞ্জে ঘুমন্ত নারীর ছবি তুলে প্রবাসী স্বামীর কাছে চাঁদা দাবি
মেহেন্দীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের রকি ঢালী (২৫), হৃদয় মিস্ত্রি (২৩), হাসান ঢালী (২৭) ও শংকর চন্দ্র দাশ (৩০)।

 বরিশাল মেহেন্দীগঞ্জে ঘুমন্ত এক নারীর (৩২) ব্যক্তিগত ছবি তুলে তাঁর প্রবাসী স্বামীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর অভিযোগের পর তথ্যপ্রযুক্তির ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ।

মেহেন্দীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের রকি ঢালী (২৫), হৃদয় মিস্ত্রি (২৩), হাসান ঢালী (২৭) ও শংকর চন্দ্র দাশ (৩০)।

ভুক্তভোগী নারীর বরাতে পুলিশ জানায়, ১ জুলাই রাতে ওই নারী তাঁর ঘরে ঘুমিয়ে ছিলেন এ সময় ঘরের জানালা দিয়ে মুঠোফোনে ওই নারীর ব্যক্তিগত ছবি তোলেন গ্রেপ্তার যুবকেরা পরে গ্রেপ্তার হাসান ঢালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভুয়া আইডি খুলে মেসেঞ্জারের মাধ্যমে ওই নারীর প্রবাসী স্বামীর কাছে ছবি পাঠান।

এ জন্য তাঁরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাঁর স্ত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেনঘটনার পরদিন সন্ধ্যায় ভুক্তভোগী নারী মেহেন্দীগঞ্জ থানায় অভিযোগ করলে উপপরিদর্শক (এসআই) মো. মিঠু আহমেদ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেন এরপর গতকাল বিকেলে ভুক্তভোগী নারী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে গতকাল দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিঠু আহমেদ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের ব্যবহৃত মুঠোফোন দিয়ে চাঁদা দাবির তথ্য প্রমাণ পাওয়া গেছে গ্রেপ্তার চার আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে একই সঙ্গে তাঁদের ব্যবহৃত মুঠোফোন ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo