মেহেরপুরে ফুটবল গায়ে লাগাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রকে হত্যার চেষ্টা

জাহিদ হাসান প্রকাশিত: ১ জুন , ২০২৪ ১০:৩২ আপডেট: ১ জুন , ২০২৪ ১০:৩২ এএম
মেহেরপুরে ফুটবল গায়ে লাগাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রকে হত্যার চেষ্টা
গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে মেহেরপুরে মুজিবনগর উপজেলার। বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রিজনকে শ্রেণিকক্ষ থেকে উঠিয়ে নিয়ে। আছাড় মেরে আহত করার অভিযোগ উঠেছে মহিবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে মেহেরপুরে মুজিবনগর উপজেলার। বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রিজনকে শ্রেণিকক্ষ থেকে উঠিয়ে নিয়ে। আছাড় মেরে আহত করার অভিযোগ উঠেছে মহিবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

আহত স্কুল ছাত্র রিজন মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মোঃ মিরাজুল শেখ এর ছেলে। এ বিষয়ে মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত স্কুল ছাত্র রিজনের পরিবার। স্থানীয় জনসাধারণ ও রিজনের সহপাঠীরা জানাই। গত মঙ্গলবার ২৮ শে মে বিকালে স্কুলের পাশে খেলার মাঠে  রিজন ফুটবল খেলছিলো এ সময় খেলতে খেলতে রিজন এর ছোড়া বল একোই গ্রামের মহিবুলের ছেলে সাফিনের গায়ে স্পর্শ হয়। এই ঘটনার যেরধরে ২৯ শে মে গত বুধবার দুপুরে সাফিনের বাবা মহিবুল বিদ্যালয় এসে ক্লাস রুম থেকে রিজনকে উঠিয়ে নিয়ে যায়।

এবং দু'পা ধরে আছাড় মারে তাতেও তিনি সান্তনা হয়ে। দু'পা ধরে মাটিতে ছেচড়িয়ে নিয়ে বেড়ায়। এমন অবস্থায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইয়াসমিন খাতুন রিজনকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়। অভিযুক্ত মহিবুল অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক আলী ভাগ্নি। রিজনের পরিবার রিজন আহতের খবর পেয়ে। তৎক্ষণাৎ রিজনকে নিয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রিজনের সহপাঠী তামিম ও সোহানের কাছে থেকে জানা যায়। রিজন ক্লাসে আমাদের সাথেই বসে ছিলো। এসময় সাফিনের বাবা মহিবুল এসে।

এক টানে ক্লাস থেকে বের করে নিয়ে দুই পা ধরে আছাড় মারে। এবং দুই পা ধরে বিদ্যালয়ের মাঠে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ায়। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। সুপ্রিয়া গুপ্ত বলেন রিজনের শরীলে আঘাতের চিহ্ন আছে। তবে এখন রিজন আশঙ্কা মুক্ত। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত বলেন। আহত রিজনের পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo