মোরেলগঞ্জে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া

আবরার ফয়সাল প্রকাশিত: ২২ জানুয়ারী , ২০২৪ ১০:৩৯ আপডেট: ২২ জানুয়ারী , ২০২৪ ১০:৩৯ এএম
মোরেলগঞ্জে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই বাগেরহাটের মোরেলগঞ্জ প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া। দেশের সর্ব দক্ষিনের,সুন্দরবনের কোল ঘেষা, পানগুছি নদীর দুপাশ ঘিরে গড়ে ওঠা মোরেলগঞ্জ উপজেলা ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই বাগেরহাটের মোরেলগঞ্জ  প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া।  দেশের সর্ব দক্ষিনের,সুন্দরবনের কোল ঘেষা, পানগুছি নদীর দুপাশ ঘিরে গড়ে ওঠা মোরেলগঞ্জ উপজেলা ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত।


উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সম্ভাব্য প্রায় এক ডজন চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্হানীয় সংসদ সদস্য সহ সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন। এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ উপজেলায় বিএনপি,জাতীয় পার্টিসহ অন্য কোনো দলের প্রার্থী এখনো  সক্রিয় না থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই দেখা যাচ্ছে।


এবারের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ  নির্বাচনে রাজনৈতিক মাঠে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-বর্তমান  উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড- শাহ-ই আলম বাচ্চু, জেলা আওয়ামীলীগের আরেক সহ-সভাপতি ,বিএমএ বাগেরহাটের জেলার সভাপতি   ডাঃ মোশারফ হোসেন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক, জেলা আওয়ামীলীগ সদস্য, সেলিমাবাদ ডিগ্রি কলেজের সহকারী  অধ্যাপক  হাওলাদার মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান,খুলনা মহানগর ছাত্রলীগ ও মহানগর সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক, রামচন্দ্রপুর ইউনিয়নের সন্তান আসাদুজ্জামান রাসেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক,  যুবলীগের আহবায়ক  বর্তমান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা মৎসজীবিলীগের সাধারণ সম্পাদক বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাবেক পুলিশ কর্মকর্তা শাহাজাহান আলী খান,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ, শাহাবুদ্দিন তালুকদার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাডঃ তাজিনুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খান হাসিবুর রহমান,উপজেলা যুবলীগ নেতা রাসেল হাওলাদার। তবে এসব প্রার্থীদের মধ্যে অনেকেই বলেছেন দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিবেন অন্যথায় দলীয় প্রার্থীকে সমর্থন দিবেন।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনা, এদিকে উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে    খান হাসিবুর রহমান, রাসেল হাওলাদার স্হানীয়  সংসদ সদস্যের সিদ্ধান্তের উপর তাদের মধ্যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীও  হতে পারেন বলে জানিয়েছেন।


এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে বর্তমান ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল , সাবেক ভাইস চেয়ারম্যান আজমিন নাহার ও উপজেলা স্কাউট কমিশনার হোসনেয়ারা হাসি দলীয় সমর্থন চাইছেন এবং তারা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাঠে থাকবেন বলে নিশ্চিত করেছেন ,তবে ভাইস চেয়ারম্যানটি পদটিতে গতবারের মত এবার কোন দলীয় প্রতীক থাকছে না। সবকিছু ঠিক থাকলে রমজান মাসের আগেই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo