যশোরের বড়বাজারের চকোরী টেলার্সের কারখানায় আগুন লেগে ভুস্মীভুত হয়েছে। এতে করে কাপড় পুড়ে সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক জানান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে।
কসবা ফাড়ির এস আই হেলালুজ্জামান জানান তিনি মঙ্গলবার ভোরে বাজার এলাকায় ডিউটি দেয়া অবস্থা টেলার্সের কারখানা থেকে ধুয়া বের হতে দেখেন। তখন তিনি ফায়ার সার্ভিসে ফোন দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
চকোরী টেলার্সের কারখানার মালিক নুর ইসলাম খোকন জানান, ১২টা দিকে কারখানা বন্ধ করে বাড়িতে যায়। ভোর তিনটার দিকে পুলিশ ও নাইট গার্ডের কাছে খবর পেয়ে তারা জানতে পারেন তাদের টেলার্সের কারখানায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বৈদ্যুতি শর্ট সার্কিট বা উ”চ পাওয়ারের আয়রনের কারনে অগ্নি ঘটতে পারে।
চকোরী টেলার্সের কারখানার মালিকের হাফিজ জানান, তাদের কারখানায় ৭০ পিস থ্রী পিস,৬৫ পিচ পাঞ্জাবী, ১৫ পিস শার্ট । যার দাম হবে আনুমানিক ৭ লাখ ৬৫ হাজার টাকা। তদন্ত করতে আসা পুলিশ কর্মকর্তার কাছে এই তথ্য দেয়া হয়েছে। ঈদের এগুলো তৈরি করার অর্ডার নেয়া হয়েছে। আগুন লাগার বিষয়ে কতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।