যশোরে ঈদুল আজহা উদযাপন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২০ জুন , ২০২৪ ০৮:৫৫ আপডেট: ২০ জুন , ২০২৪ ০৮:৫৫ এএম
যশোরে ঈদুল আজহা উদযাপন
উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। যশোরের কেন্দ্রীয় ঈদগাহে সোমবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। এখানেই যশোর-৩ আসনের (সদর) সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোরে ঈদের নামাজ আদায় করেছেন।

উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। যশোরের কেন্দ্রীয় ঈদগাহে সোমবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। এখানেই যশোর-৩ আসনের (সদর) সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোরে ঈদের নামাজ আদায় করেছেন।

জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খোতবা পাঠ করেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম মওলানা ইয়াসিন আলী। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন ইমাম।

জামাতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ছাড়াও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার  গনী খান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শহরের গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন।

নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে। এরপর গরু ছাগল কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন।

এই বিভাগের আরোও খবর

Logo