যশোরে পরিবেশও জলবায়ু মন্ত্রণালয়ে বাংলাদেশ বন গবেষণাইনস্টিটিউট চট্টগ্রামকর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি সভা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৩১ অক্টোবর , ২০২৪ ১৭:২৮ আপডেট: ৩১ অক্টোবর , ২০২৪ ১৭:২৮ পিএম
যশোরে পরিবেশও জলবায়ু মন্ত্রণালয়ে বাংলাদেশ বন গবেষণাইনস্টিটিউট চট্টগ্রামকর্তৃক উদ্ভাবিত  প্রযুক্তি পরিচিতি সভা
যশোরযশোরে পরিবেশও জলবায়ু মন্ত্রণালয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রাম কর্তৃকউদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি সভা বুধবার সকালেকালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়।

যশোরযশোরে পরিবেশও জলবায়ু মন্ত্রণালয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রাম কর্তৃকউদ্ভাবিত  প্রযুক্তি পরিচিতি সভা বুধবার সকালেকালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজনকরা হয়।কর্মশালায়প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।বিএফআরআই’রবিভাগীয় বনকর্মকর্তা শেখ মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউটের কাষ্ঠ শুষ্কিকরণ ও শক্তি নিরূপণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. রওশন আলী, যশোর স্থানীয়সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার, ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাশ গুপ্তা। এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক(শিক্ষা ওআইসিটি) খালেদা খাতুন রেখাসহ বন বিভাগ, বিআরবিডি, সমবায় অধিদপ্তর,যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ ।

এই বিভাগের আরোও খবর

Logo