যশোর জেলা আইন শৃঙ্খলা কমিটি সভায় সিদ্ধান্ত হয় হাইওয়ে রোডে ও পৌরএলাকায় রাস্তার উপর ইট,বালি সহ নির্মান সামগ্রী রাখা হলে ব্যবস্থা নেয়া হবে। এমনকি জরিমানা করা হবে। সেই সাথে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। অথচ তিনদির পার হলেও সিদ্ধান্ত কার্যকর শুরু হয়নি।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জানান আইন শৃঙ্খলা কমিটির সভায় পৌরসভার কোন প্রতিনিধি ছিলেন না। প্রতিনিধি না থাকায় কার্যকারিতা শুরু হয়নি। তাই এ বিষয়ে রেজুলেশন সাক্ষর হওয়ার পর পৌরসভাকে লিখিত আকারে জানানো হবে। তারপর থেকে পৌর ব্যবস্থা নেবে।
৫ এপ্রিল রোজার মধ্যে এমএসটিপি গার্লস স্কুলের পেছনের রাস্তার সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়। গত মঙ্গলবার আইন শৃঙ্খলা কমিটির সভা আলোচনা হয় রাস্তার স্প্রীড ব্রেকারের কাছে বালি থাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর সিদ্ধান্ত হয় হাইওয়ে রোডে ও পৌরএলাকার রাস্তার উপর ইট বালি সহ নির্মান সামগ্রী রাখলে জরিমানা করা হবে। অথচ কোন কার্যকারিতা শুরু হয়নি। শুক্রবার শহর ঘুরে দেখা গেছে কাজীপাড়া,পুরাতন কসবা, কারবালা, বেজপাড়া ঘোপ, বারান্দিপাড়া, ষষ্ঠিতলা সহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারেই ইট ,বালি,পাথর রাখা রয়েছে। সরকারি মহিলা কলেজের সামনে দিয়ে কারবালা যাওয়ার রাস্তার উপর বেশ খানিকটা জায়গায় বালি রেখে নির্মান কাজ করা হচ্ছে। রেল রোড দিয়ে ষষ্ঠিতলা রোডে প্রবেশের মুখে কালভার্টের কাছে অধেক জায়গা জুড়ের রাখা হয়েছে খোয়া ও বালি ।
বালি অধেক জায়গা দিয়ে মানুষকে প্রবেশ করতে হচ্ছে। এ রোডে অনেক স্থানে রাস্তার উপর ইট, বালি রাখা রয়েছে। বেজপাড়া ও বারান্দিপাড়ার অধিকাংশ জায়গায় রাস্তার রাস্তার উপর ই ইট বালি রাখা সরয়েছে। পুলিশ লাইন কদমতলা রাস্তার মোড়েই বালি ও পাথর রেখে জায়গা সংকুচিত করা হয়েছে। সেখান থেকে মোটরসাইকেল বা রিক্সা চলাচলের সময় প্রায় দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসির অভিযোগ। সেই সাথে ফুটপাত দখল মুক্ত করা হয়নি। যার ফলে পৌর এলাকার অধিকাংম রাস্তার ফুটপাত দখল করে ব্যবস্থা করা হচ্ছে। এমনকি ইজিবাইক ,অটোরিক্সা থামিয়ে রাখাা হয়। এতে করে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। অথচ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন সহকারী কমিশনার আবু নাছির বিদেশে ট্রেনিংয়ে গেছেন। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পর রাস্তার উপর ইট,বালি রাখার উপর ব্যবস্থা ও ফুটপাত বেদখর মুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।