আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। এবছর যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় ১ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে মেয়ে পরীক্ষার্থী বাড়লেও কমেছে ছেলে পরীক্ষার্থী।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব জানান, সামান্য পরীক্ষার্থী বেড়েছে। কিন্তু স্বাভাবিক ভাবে সারাদেশে এসএসসি পরীক্ষার্থী কম। বোর্ড সূত্র জানায়, এবছরের (২০২৪) এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে অংশ নেবে ১ লাখ ৫৯ হাজার ৩৭১ পরীক্ষার্থী। গত বছর (২০২৩ সাল) বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫৮ হাজার ২০২ পরীক্ষার্থী। বেড়েছে ১ হাজার ১৬৯ পরীক্ষার্থী। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৮ হাজার ৭৩১ জন ছেলে। এবছর অংশ নেবে ৭৮ হাজার ৪৯২, কমেছে ২৩৯ জন। অন্যদিকে ৮০ হাজার ৮৭৯ জন মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। গতবছর অংশ নেয় ৭৯ হাজার ৭৩১ জন । বেড়েছে ১ হাজার ১৪৮ মেয়ে পরীক্ষার্থী। এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব জানান, পরীক্ষার্থী সামান্য বেড়েছে। তবে স্বাভাবিক ভাবে সারাদেশে এসএসসি পরীক্ষার্থী কম। করোনায় তাৎক্ষণিক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত। তার দীর্ঘ মেয়াদী ফল কমেনি। কারন করোনার কারনে অনেক অভিভাবক তাদের ছেলেদের জীবীকা নির্বাহের জন্য কাজে দিয়েছে। একারনে ছেলে পরীক্ষার্থী কমেছে। অন্যদিকে মেয়েরা যাতে লেখাপড়া করে শিক্ষিত হতে পারে। এজন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে।একারনে মেয়ে পরীক্ষার্থী বেড়েছে।