প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সোমবার ৩৭ প্রার্থীর মধ্যে ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ। প্রতিদ্বন্দ্বি না থাকায় এক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ২৯ মে তৃতীয় ধাপে যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাচন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সোমবার ৩৭ প্রার্থীর মধ্যে ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ। প্রতিদ্বন্দ্বি না থাকায় এক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ২৯ মে তৃতীয় ধাপে যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাচন।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস) , মোহিত কুমার নাথ (শালিক), আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম), ফাতেমা আনোয়ার (ঘোড়া), তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল) ও শফিকুল ইসলাম জুয়েল (কাপ পিরিচ) প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল খান পর্বত (তালা), মনিরুজ্জামান (উড়োজাহাজ), শাহজাহান কবীর শিপলু (চশমা), শেখ জাহিদুর রহমান (বৈদ্যুতি বাল্ব) ও সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পী খাতুন (হাঁস), বাশিনুর নাহার (ফুটবল) ও জ্যোৎস্না আরা মিলি (কলস) মার্কা পেয়েছেন।
অভয়নগর উপজেলায় ৬ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান প্রার্থী রবিন অধিকারী (আনারস) ও সরদার অলিয়ার রহমান (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিয়া খানম (হাঁস), লায়লা খাতুন (কলস) ও মিনারা পারভীন (ফুটবল) মার্কা পেয়েছেন। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান তারুর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
বাঘারপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মাসুম রেজা (হেলিকপ্টার), এফএম আশরাফুল কবির (মোটরসাইকেল), রাজীব কুমার রায় (ঘোড়া), হাসান আলী (আনারস), সেলিম রেজা (কাপ পিরিচ) ও আব্দুর রউফ (দোয়াত কলম) মার্কা পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান (টিউবওয়েল), গোলাম ছরোয়ার (তালা), নাজমুল হুসাইন (চশমা), শাহজালাল (বই), এনায়েত হোসেন লিটন (মাইক), তাওহিদুর রহমান (উড়োজাহাজ) ও জয়নাল আবেদীন (টিয়াপাখি) মার্কা পেয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামছুন্নাহার (ফুটবল),বিথীকা বিশ্বাস (পদ্ম ফুল), রেক্সনা খাতুন (কলস) ও দিলারা জামান প্রজাপতি মার্কা পেয়েছেন।রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রার্থীরা মিছিল করে নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। এটি করলে আচরণ বিধি লঙ্ঘন করা হবে।