যেকোন মূল্যে সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনার

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৩ ডিসেম্বর , ২০২৩ ১২:০৮ আপডেট: ২৩ ডিসেম্বর , ২০২৩ ১২:০৮ পিএম
যেকোন মূল্যে সংসদ নির্বাচনে উৎসব মুখর  পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে   প্রধান নির্বাচন কমিশনার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আউয়াল বলেছেন ভোট কেন্দ্রের ভিতর কোন প্রভাব ও পেশী শক্তি খাটিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে প্রার্থীরা ভোট নিতে না পারে সেজন্য রিটার্নিং কর্মকর্তা সহ সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আউয়াল বলেছেন ভোট কেন্দ্রের ভিতর কোন প্রভাব ও পেশী শক্তি খাটিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে প্রার্থীরা ভোট নিতে   না পারে সেজন্য রিটার্নিং কর্মকর্তা সহ সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।  

যেকোন মূল্যে সংসদ নির্বাচনে উৎসব মুখর  পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের ২৯০ জন কর্মকর্তার সঙ্গে বৈঠকে শেষ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের তথ্য জানান।
 
বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরোও খবর

Logo