পীরগাছায় বিশেষ অভিযানে ৩ জুয়াড়িকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী এলাকার লুৎফর রহমান এর পুকুর পাড়ের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করে পীরগাছা থানা পুলিশ।
পীরগাছায় বিশেষ অভিযানে ৩ জুয়াড়িকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী এলাকার লুৎফর রহমান এর পুকুর পাড়ের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করে পীরগাছা থানা পুলিশ।
আটককৃতদের গতকাল বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এস,আই ফজলে রাব্বী,এস,আই বেলাল হোসেন,এ,এস,আই আলতাব হোসেন,এ,এস,আই এরশাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লুৎফর রহমান এর পুকুর পাড়ের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা থেকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৩ জন জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানি মনিরাম এলাকার আফাজ উদ্দিনের ছেলে আবু কালাম আজাদ(৫০),মৃত-সিরাজ মিয়ার ছেলে আলম মিয়া(৫৭)তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী এলাকার মৃত-হযরত আলীর ছেলে মহির মিয়া(৪০)। তারা দীর্ঘদিন ধরে লুৎফর রহমান এর পুকুর পাড়ের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় টাকা দিয়ে জুয়া খেলত।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। জুয়ার কোন সুপারিশ নামা চলবে না কেউ নিয়ে আসলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন। এর অংশ হিসেবে এ জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার একটি মামলা দায়েরের পর তাদের কে রংপুর আদালতে পাঠানো হয়েছে।