রাজবাড়ীতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

মোঃ আকিমুর রহমান আলিফ প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:০৮ আপডেট: ২৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:০৮ পিএম
রাজবাড়ীতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
শিক্ষকরা জানান, একটি উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুষম সুস্থ্য-পরিছন্ন মানবিক সমাজ গড়ে তোলার জন্য চাই সার্বজনীন শিক্ষার গভীর ও ব্যাপক আয়োজন। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অত্যান্ত জরুরী। একই শিক্ষাগতযোগ্যতা একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারী বেসরকারী নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরী করে রাখা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে। 

এ সময় রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, ডাঃ আব্দুল ওয়াহিদ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বিশ্বাস, লুৎফর নেছা, আব্দুল হাকিম, মোঃ আনোয়ার প্রমুখ শিক্ষকরা তাদের দাবী মেনে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টার নিকট দাবী জানান। ভারপ্রাপ্ত রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষকরা জানান, একটি উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুষম সুস্থ্য-পরিছন্ন মানবিক সমাজ গড়ে তোলার জন্য চাই সার্বজনীন শিক্ষার গভীর ও ব্যাপক আয়োজন। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অত্যান্ত জরুরী। একই শিক্ষাগতযোগ্যতা একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারী বেসরকারী নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরী করে রাখা হয়েছে।

যা শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। বক্তা আব্দুল হাকিম জানান, একটি বেসরকারী স্কুলের শিক্ষকদের জন্য মাসে ১ হাজার টাকা বাসা ভাড়া দেয় সরকার। অথচ এতো অল্প টাকায় কোথাও বাসা ভাড়া পাওয়া যায় না। তত্ত্বাবধায়ক সরকারের নিকট তিনি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবী জানান। 

এই বিভাগের আরোও খবর

Logo