রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক পার্টি অফিস কার্যালয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উলপলেক্ষ্য বিএনপির জেলা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া, মোঃ রেজাউল করিমন খান সিনিয়র যুগ্ন আহবায়ক, রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, শহীদ ওহাবপুর ইউনিয়নর বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ আবুল হোসেন গাজী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। খানখানাপুর, পাচুঁরিয়া, বরাট, শহীদ ওহাবপুর, বসন্তপুর, মূলঘর, চন্দনী, দাদশী, বানীবহ, রামকান্তপুর, সুলতানপুর, মিজানপুর, আলীপুর, রাজবাড়ী পৌরসভা এলাকার পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু ধর্মের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এ্যাডভোকে আসলাম মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের বিএনপির সম্ভব্য প্রার্থী। তাকে দলবল নির্বিশেষে ভোট প্রদানের জন্য হিন্দু ধর্মের নেতারা আহব্বান জানান, তারা আরো জানান, এ্যাডভোকেট আসলাম মিয়া এই এলাকার কৃতিসন্তান তিনি নির্বাচিত হলে আমাদের পূজা মন্ডপে সার্বিক সহায্য সহযোগীতা করবেন। এ সময় এ্যাডভোকেট আসলাম মিয়া রাজবাড়ী সদর উপজেলার সমস্ত পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
অপরদিকে শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা প্রাঙ্গনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছোট ভাকলা, দৌলতদিয়া, দেবগ্রাম, উজানচর ও গোয়ালন্দ পৌরসভার সকল পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শত শত হিন্দু ধর্মের অনুসারীরা অনুষ্ঠানে যোগদান করেন। গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয় অফিসে কেন্দ্রীয় সদস্য পূজা উদযাপন পরিষদ, সুব্রত শেখর ভক্ত ওরফে বুলু (ভান্ডারিয়া পূজা উদযাপন পরিষদ), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজবাড়ী সদর উপজেলা কমিটির সহ-সভাপতি সুজিত কুমার নন্দী, খানখানাপুরের বিশিষ্ট সমাজ সেবক ও পূজা উদযাপন কমিটির নেতা কার্তিক কুন্ডু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।