আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস UCEP ( ইউসেপ ) এর ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে, রাজশাহী ইউসেপ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান উৎসব মুখর ভাবে পালিত হচ্ছে।
১মে ২০২৪ হতে দু‘দিন ব্যাপি এ আয়োজন চলবে।তপ্ত রৌদ মাড়িয়ে সকাল ১০টায় আয়োজক কর্তৃক নগরের মধুবন কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করেন । র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে কাদিরগঞ্জ মধুবন কমিউনিটি সেন্টারের হল রুমে ফিরে আসেন।এ আয়োজনে ঘিরে থাকছে চাকরি ও উদ্যোক্তা মেলা । রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান আসাদ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন সুচনা করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন থাকার কথা থাকলেও বিশেষ কাজে ঢাকায় অবস্থান করায় তিনি উপস্থিত হতে পারেননি ।তথ্য মতে ১৯৭২ সালে বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক ভাবে ইউসেপের যাত্রা শুরু হয় ।সে সময় নিউজিল্যান্ডের সমাজ কর্মী লিন্ডসে অ্যালান চেইনি বাংলাদেশে হাতে গুনা ক‘জন পথশিশুদের নিয়ে কাজ শুরু করেন । সেদিনের অপ্রাতিষ্ঠানিক সেবার প্রচেষ্টাই আজকের গৌরব উজ্জল ইউসেপ ।যা সেবা দানকারী অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে সারা বিশ্বে পরিচিত লাভ করেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ আসাদুজ্জামান আসাদ তার বক্তব্যে দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন । এবং বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন । দেশের সুনামধন্য ১৪টি কোম্পানি জব মেলায় অংশ গ্হণ করে প্রায় ৪০০ বেকার জীবনের অবশান ঘটাতে চান । পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সুজ্জিত ষ্টলে বিকিকিনি চলছে । এ আয়োজন ২মে রাত ৮ টা পর্য্ন্ত চলবে ।