রাণীশংকৈল- কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, প্রশাসন নির্বিকার

মোঃ সাখাওয়াত হোসেন প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৩০ আপডেট: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৩০ পিএম
রাণীশংকৈল- কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, প্রশাসন নির্বিকার
শনিবার (১৪ সেপ্টেম্বর) ওই হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে বাড়তি টোল আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাট ইজারাদার সারওয়ার নূর লিয়ন এ টোল আদায় করছেন।এদিন দুপুরের পর থেকেই এ অভিযোগ করা হচ্ছিল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের কাছে। কিন্তু অভিযোগ পেয়েও তিনি নীরব ভূমিকা পালন করছিলেন।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুরহাটে  আবারও অবাধে চলছে অতিরিক্ত টোল আদায়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ওই হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে বাড়তি টোল আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাট ইজারাদার সারওয়ার নূর লিয়ন এ টোল আদায় করছেন।এদিন দুপুরের পর থেকেই এ অভিযোগ করা হচ্ছিল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের কাছে। কিন্তু অভিযোগ পেয়েও তিনি নীরব ভূমিকা পালন করছিলেন।  

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায় করতে হবে। কিন্তু এ নিয়ম নীতি তোয়াক্কা না করে হাট ইজারাদার গরু প্রতি ৩০০ টাকা ও ছাগল প্রতি ১২০ টাকা করে নেন। নাম প্রকাশে অনিচ্ছু এক গরু ক্রেতা জানান, বাড়তি টাকা নিলেও রসিদে তারা টাকার পরিমান উল্লেখ্য করছেন না।

এ জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকারি রেটে টোল আদায় করা হয়।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান এ প্রতিবেদককে বলেন, আমি বিষয়টি দেখতেছি বললেও পরে কোনো ব্যবস্থা নেয়নি।


এই বিভাগের আরোও খবর

Logo